পদত্যাগ করতে যাচ্ছে জাপানের প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬

ছবি : ইন্টারনেট

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এখবর জানিয়েছে রয়টার্স। দলের সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি।

গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।

এখন পর্যন্ত দেশটিতে দেড় মিলিয়নেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। টিকাদানেও পিছিয়ে আছে জাপান। এ ছাড়া, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের মধ্যেই এ বছর অলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্তটিও ব্যাপকভাবে অ-জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।

তবে ইয়োশিহিদে সুগার এই ঘোষণায় তার নিজের দলের আইনপ্রণেতারা বিস্মিত হয়েছেন। এলডিপি’র সূত্র জানায়, সুগা মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: