নিউইয়র্ক-নিউ জার্সিতে আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৪

টর্নেডো আইডার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল পানিতে তলিয়ে গেছে-ছবি: সংগৃহীত

টর্নেডো আইডার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নয় জনের মৃত্যু হয়েছে। খবর-বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত অঞ্চলে অনেকেই তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছেন। বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নর নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও একে 'আবহাওয়াজনিত ঐতিহাসিক ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টার মধ্যে কমপক্ষে আট সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিউইয়র্ক সিটির প্রায় সবগুলো সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেন।

নিউ জার্সির শহর পাসাইকের মেয়র হেক্টর লরা সিএনএনকে জানিয়েছেন, বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ৭০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যটিতে আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে এনবিসি নিউইয়র্ক।

বার্তাসংস্থা এএফপি জানায়, নিউইয়র্ক সিটিতে দুই বছরের এক শিশুসহ সাত জন মারা গেছেন। তাদের মধ্যে কয়েকজন তাদের বেসমেন্টে আটকা পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সাবওয়ে স্টেশন ও মানুষের বাড়িঘর, রাস্তা পানিতে ভেসে গেছে।

নিউইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি বিবিসিকে বলেন, 'রাতের খাবার খাওয়ার সময় আমি পানির শব্দ শুনতে পাই। আমাদের বাথরুমের শাওয়ার ড্রেন থেকে পানি বের হচ্ছিল। আমি এরপর ইউটিলিটি ঘরের মূল পানির লাইন চেক করতে যাই। ফিরে এসে দেখি লিভিং রুমে এক ফুটের মতো পানি হয়ে গেছে। এত দ্রুত এমনটা ঘটেছে, এটা একেবারেই অবিশ্বাস্য।'

টর্নেডো আইডার প্রভাবে নিউইয়র্ক ও নিউ জার্সিতে আবহাওয়ার এ 'চরম রূপ' দেখা যাচ্ছ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। ইতোমধ্যেই নিউইয়র্ক শহর, ব্রুকলিন, কুইনস ও লং আইল্যান্ডের কিছু অংশে 'জরুরি বন্যা পরিস্থিতি' ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের কয়েকটি অংশে টর্নেডো সতর্কতা ঘোষণা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর