সিঙ্গাপুরে টিকা নেওয়ার পর হার্ট অ্যাটাক

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ১৫:৪৭

ছবিঃ সংগৃহীত

ফাইজারের করোনা টিকা নেওয়ার ছয়দিন পর সিঙ্গাপুরের স্থানীয় এক কিশোরের (১৬) মাইয়োকার্ডিটিস হয়েছে। এটিকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেই গণ্য করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এই ঘটনায় ওই কিশোরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর সরকার। আশ্বাস অনুযায়ী তাকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই কিশোর। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাস সংক্রমণের কারণে হৃদপিণ্ড অত্যন্ত দুর্বল হলে এমনটা হতে পারে। তবে টিকা নেওয়ার পর এমন ঘটনা খুবই বিরল।


আপনার মূল্যবান মতামত দিন: