আফগান শরণার্থী ঠেকাতে সীমান্তে প্রাচীর দিচ্ছে গ্রিস

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২৩:৪৭

ছবি: ইন্টারনেট

তুরস্ক সীমান্তে ৪০ কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণ করছে গ্রিস। সম্ভাব্য আফগান অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে ওই সীমান্তে নজরদারি ব্যবস্থাও বসানো হয়েছে।

গ্রিস এমন সময় তাদের সীমান্তে প্রাচীর নির্মাণের কথা জানালো যখন, আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। আফগানিস্তানে তালেবানের এই বিজয়ে ইউরোপজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের অনেক দেশেরই আশঙ্কা, ২০১৫ সালে ইউরোপজুড়ে যে শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছিল, নতুন করে আবারও সেই সঙ্কট দেখা দিতে পারে।

গ্রিসের নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানিয়েছেন, ছয় বছর আগে যে দৃশ্যের অবতরণা হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সীমান্তের আট মাইল এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ‘সম্ভাব্য প্রভাবের অপেক্ষায় আমরা নিস্ক্রিয় বসে থাকতে পারি না। আমাদের সীমান্ত নিরাপদ ও অলঙ্ঘনীয় থাকবে।’

এর আগে গত সপ্তাহে অভিবাসন বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি বলেছিলেন, ‘অবৈধ আফগান অভিবাসীদের জন্য আমাদের দেশ ইউরোপ যাওয়ার প্রবেশ পথ হতে পারে না।’



আপনার মূল্যবান মতামত দিন: