সাংবাদিককে না পেয়ে আত্মীয়কে হত্যা করল তালেবান

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২১, ০১:১২

ছবি : ইন্টারনেট

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। 

এদিকে জানা যায় ঘরে ঘরে তল্লাশি করে সাংবাদিকদের চিহ্নিত করছে তালেবানরা।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, তালেবানরা ডয়চে ভেলের তিন সাংবাদিকের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। তাদেরই একজনের বাড়িতে সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করেছে। এ সময় একজন আহত হন। বাকি সদস্যরা তালেবানরা আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হন। 

এই ঘটনার পর ডিডাব্লিউয়ের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ জার্মান সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন। 

চিঠিতে বলা হয়েছে, আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, আফগানিস্তানে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, তালেবান সাংবাদিকদের সঙ্গে কী ধরনের আচরণ করছে। আমাদের হাতে আর সময় নেই। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।



আপনার মূল্যবান মতামত দিন: