আশুরার শোভাযাত্রায় বোমা বিস্ফোরণ: নিহত ৩, আহত শতাধিক

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ১৯:৫৪

মধ্য পাকিস্তানে শিয়া মুসলিমদের আশুরার শোভাযাত্রায় বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে-ছবি: সংগৃহীত

মধ্য পাকিস্তানে শিয়া মুসলিমদের আশুরার শোভাযাত্রায় বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। এঘটনায় আরও শতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খবর- আল জাজিরা।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার আশুরা উপলক্ষে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কারণ, বিগত বছরগুলোতে এ সময় পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পায়।

পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, শোভাযাত্রাস্থলে বিস্ফোরণে তিন জন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে আমাদের নিশ্চিত করা হয়েছে।

সোশ্যালমিডিয়ার ভিডিওতে দেখা গেছে যে রক্তাক্ত ভুক্তভোগীরা একটি রাস্তায় পড়ে আছে এবং জনগণের সদস্যরা তাদের সাহায্য করছে।

আশুরার শোভাযাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পাকিস্তান কর্তৃপক্ষ প্রধান শহরগুলোতে মোবাইল ফোন পরিষেবা স্থগিত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: