আবারও ভূমিকম্প কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। কাবুল থেকে তা প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এর গভীরতা ছিল ৯২ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে মঙ্গলবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। ফয়জাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার ভূমিকম্প হল আফগানিস্তানে।
আপনার মূল্যবান মতামত দিন: