পদত্যাগ করে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট ঘানি

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ০৪:২৭

আশরাফ ঘানি-ছবি: সংগৃহীত

চতুর্দিক থেকে আফগানিস্তানের রাজধানী শহর কাবুল ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। এমন পরিস্থিতিতে পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

বিদেশের সব সেনা প্রত্যাহারের মধ্যে মাত্র দশ দিনে গোটা আফগানিস্তান দখলে নিয়ে তালেবান রাজধানী কাবুলে ঢোকার পরই সরকারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে রোববার সন্ধ্যায় দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

রোববার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আফগান সরকার ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরও করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আলী আহমদ জালালীকে। ৮১ বছর বয়সী আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল জানিয়েছেন, কাবুলে হামলা হবে না শর্তে তালেবানের সাথে সমঝোতা হয়েছে। আফগান বাহিনী এবং স্পেশাল ফোর্সকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: