ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩০ জন।
এনডিটিভি জানিয়েছে, বুধবার প্রদেশটির কিন্নার জেলায় এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসাবশেষের নিচে বেশ কিছু মানুষ ও যানবাহন চাপা পড়েছে।
বিবিসি জানায়, ভূমিধসের ফলে রেকং পিও-সিমলা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভূমিধসে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক ও কয়েকটি কার চাপা পড়েছে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে সিমলা যাচ্ছিল।
জানা গেছে, ২৫ থেকে ৩০ জন বাসযাত্রী বাসের ভেতরে আটকা পড়েছেন কিংবা চাপা পড়ে মারা গেছেন। এ ছাড়া দশজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা যায়, পাহাড়ধস ও বড় বড় পাথর বিকট শব্দে মহাসড়কে থাকা যানবাহনের ওপর আছড়ে পড়ছে।
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) দুই শতাধিক সেনাকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সাহায্য চাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
তিনি বলেন, ‘আমি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান চালানোর জন্য নির্দেশনা দিয়েছি।’
এর আগে গত মাসে হিমাচল প্রদেশে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও গত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের অনেক এলাকাতেই বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: