পরমাণু কেন্দ্রের বর্জ্য সাগরে ফেলার অনুমতি দিল জাপান

সময় ট্রিবিউন | ১৩ এপ্রিল ২০২১, ২২:০২

ছবিঃ আল জাজিরা

জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বর্জ্যের ট্যাংকগুলো ২০২২ সাল নাগাদ খালি করার কথা জানিয়েছে দেশটির সরকার।

ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বর্জ্য সাগরে ফেলার অনুমতি দিয়েছে জাপান সরকার। আজ মঙ্গলবার জাপান সরকার এই অনুমোদনের কথা জানিয়েছে। বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।

সাগরে ফেলা এই পরমাণু বর্জ্যের পরিমাণ ১০ লাখ টনের বেশি হবে। জাপান বলছে, এই সিদ্ধান্ত নিতে তারা এক বছর ধরে আলোচনা করে আসছে।

জাপানের এই সিদ্ধান্তের ফলে সাগরের পানিতে ক্ষতিকর উপাদান মিশে যাবে বিধায় সেখান থেকে কোনোভাবেই খাবার পানি সংগ্রহ করা যাবে না। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় মাছ আহরণে জড়িতরা।

জাপানের এই ঘোষণার বিরোধিতা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। স্থানীয়ভাবেও এই পরিকল্পনার অনুমোদন না দিতে নানান আন্দোলন চলছিল।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালিত ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে জাপান প্রতি বছর বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: