মুম্বাই, চেন্নাইসহ তলিয়ে যাওয়ার আশঙ্কা ভারতের বেশকিছু শহর

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৮:২৫

ছবিঃ সংগৃহীত

ক্রমাগত পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে চলেছে। এর ফলে প্রকৃতির ওপর পড়ছে নানা ধরনের বিরূপ প্রভাব। এর মাঝে আশঙ্কাজনক একটি দিক হলো, এই বর্ধিত উষ্ণতায় বেড়ে চলছে মেরু অঞ্চলের বরফ গলনের পরিমাণ। জলবায়ুর এমন পরিবর্তন চিন্তার রেখা এঁকে দিচ্ছে বড় বড় দেশগুলোর কপালে। এই পরিস্থিতিতে আরও চিন্তা বাড়িয়েছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) প্রতিবেদন।

এতে বলা হয়েছে, যে হারে সমুদ্রের পানির স্তর বাড়ছে, তাতে বেশ কিছু বছরের তলিয়ে যেতে পারে ভারতের ১২টি উপকূলবর্তী শহর। এগুলোর মধ্যে মুম্বাই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম উল্লেখযোগ্য। প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে শহরগুলো। উষ্ণায়নের কারণে যেভাবে বিশ্বব্যাপী পানির স্তর বাড়ছে, তা নিয়ে চিন্তিত স্পেস এজেন্সিগুলোও। তাদেরও নজরে পড়েছে ভারতের এই ১২টি উপকূলবর্তী শহরের দিকে। তারা বলছে, শহরগুলো বিপদের মুখে দাঁড়িয়ে আছে।

উপকূলবর্তী শহরগুলো বিপদের মুখে থাকার কারণ:

আইপিসিসির প্রতিবেদন বলছে, সারা বিশ্বে এশিয়ায় পানির স্তর বৃদ্ধির হার অনেক বেশি। আগে যেখানে ১০০ বছরে একবার সমুদ্রের পানির স্তর পরিবর্তিত হত, আগামী কয়েক বছরে মাঝে মধ্যেই সেই পরিবর্তন হবে। এতে বাড়বে সমুদ্রের পানির স্তর। এই হারে পানির স্তর বাড়তে থাকলে শতাব্দীর শেষে ভারতের ১২টি উপকূলবর্তী শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

শহরগুলো হচ্ছে- কান্দলা ১.৮৭ ফুট, ওখা ১.৯৬ ফুট, ভৌনগর ২.৭০ ফুট, মুম্বাই ১.৯০ ফুট, মরমুগাও ২.০৬ ফুট, ম্যাঙ্গালোর ১.৮৭ ফুট, কোচিন ২.৩২ ফুট, পরাদ্বীপ ১.৯৩ ফুট, খিদিরপুর ০.৪৯ ফুট, বিশাখাপত্তনম ১.৭৭ ফুট, চেন্নাই ১.৮৭ ফুট ও তুতিকোরিন ১.৯ ফুট।


আপনার মূল্যবান মতামত দিন: