ভারতের সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে কংগ্রেস।
শনিবার কংগ্রেসের এক টুইটে বলা হয়, কংগ্রেস নেতার অ্যাকাউন্ট পুনরুদ্ধারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
টুইটে বলা হয়েছে, রাহুল গান্ধী অন্যান্য সামাজিক মাধ্যমে নাগরিকের সঙ্গে সংযুক্ত থাকবেন। তিনি জনগণের জন্য কথা বলবেন এবং তাদের উদ্দেশ্যে লড়াই চালিয়ে যাবেন।
তবে কি কারণে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে এবিষয়ে টুইটারের পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: