ভারতে ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ১২ লাখ মানুষ। দেশটিতে প্রতি বছর সাপের কামড়ে মারা যায় গড়ে ৫৮ হাজার মানুষ। বিশ্বে সাপের কামড়ে মৃত্যুর ৫০ শতাংশ হয় ভারতেই।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ - ন্যাশনাল ইন্সটিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের একটি গবেষণার বরাত দিয়ে আজ রবিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গত ৫ আগস্ট গবেষণাটি বিজ্ঞান বিষয়ক সাময়িকী PloS One এ প্রকাশিত হয়েছে।
ভারতে সাপের কামড়ে মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে সচেতনতার অভাব, সাপ কামড় প্রতিরোধ বিষয়ে সম্পর্কে অজ্ঞতা, ভুল ধারনা, প্রাথমিক চিকিৎসার অপ্রতুলতা।
গবেষণায় বলা হয়েছে, ভারতে কৃষক, শ্রমিক, শিকারি, গরু ছাগল পালনকারী, সাপ উদ্ধারকারী, আদিবাসী এবং অভিবাসী, যাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে তারা সাপের কামড়ে মৃত্যুর উচ্চ ঝুঁকিতে আছেন।
আপনার মূল্যবান মতামত দিন: