আফগানিস্তানের জাওজান প্রদেশের শেবারজান শহরে বিমান হামলায় তালেবানের দুই শতাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে আফগান সরকার। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান এক টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তালেবানের জমায়েত লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে।
টুইটে ফাওয়াদ আমান গতকাল রাতে বলেন, ‘শেবারজান শহরে তালেবানের জমায়েত ও আস্তানা লক্ষ্য করে সন্ধ্যায় বিমান বাহিনীর বি-৫২ যুদ্ধবিমানের মাধ্যমে চালানো হামলায় দুই শতাধিক তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও শতাধিক গাড়ি ধংস হয়।’
এর আগের এক টুইটে ফাওয়াদ আমান অবশ্য এই হামলাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা বলে উল্লেখ করেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা টিওএলও নিউজ জানায়, ‘সপ্তাহজুড়ে লড়াই সংঘর্ষের পর শনিবার জাওজান প্রদেশের রাজধানী শেবারজান তালেবানের দখলে চলে যায়। এর মধ্য দিয়ে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান। শুক্রবার তারা নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ নিজেদের কবজায় নেয়।
আপনার মূল্যবান মতামত দিন: