কানে ব্লুটুথ হেডফোন বিস্ফোরণে তরুণের মৃত্যু

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ০২:০৬

ফোনে কথা বলার সময় ব্লুটুথ হেডফোন ফেটে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম রাকেশ নগর। তিনি রাজস্থানের জয়পুর জেলার উদয়পুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাকেশ তাঁর ব্লুটুথ হেডফোন ব্যবহার করে ফোনে কথা বলছিলেন। হঠাৎই, তীব্র শব্দে ওয়্যারলেসটি ডিভাইসটিতে বিস্ফোরণ ঘটে। সেটি ফেটে রাকেশের দু’টি কান-ই ঝলসে যায়৷ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

তৎক্ষণাৎ সিদ্ধিবিনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক।

সিদ্ধিবিনায়ক হাসপাতালের চিকিৎসক এল এন রুন্ডলা জানান, ব্লুটুথ হেডফোন ফেটে আহত হন ওই যুবক। বিষ্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, “হয়ত দেশে এই ধরনের ঘটনা প্রথম। যুবকটি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে মারা গেছে।”

উল্লেখ্য, রাকেশ কোন কোম্পানির হেডফোন ব্যবহার করছিলেন বা ডিভাইসটির বয়সই বা কত, এখনও সে বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

ঘটনাচক্রে, কিছুদিন আগেই এক মহিলার ব্যাগে স্মার্টফোনের ব্যাটারি জ্বলে উঠে বিস্ফোরণ ঘটে। যদিও তাঁর শরীরে মারাত্মক কোনও আঘাত লাগেনি। কিন্তু প্রায়ই যেভাবে স্মার্টফোন ফেটে যাওয়ার ঘটনা সামনে আসছে। তা নিয়ে যারপরনাই চিন্তিত ইউজারেরা। এবার ব্লুটুথ হেডফোনে বিস্ফোরণের ঘটনা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়াবে বলেই মত ওয়াকিবহল মহলের।



আপনার মূল্যবান মতামত দিন: