১০ আগস্ট থেকে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ২২:৫০

ছবিঃ সংগৃহীত

বিদেশি মুসল্লিদের জন্য ফের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। এবার মুসল্লিদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকছে না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে আসতে পারবেন মুসল্লিরা। ওমরাহ পালনের সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। আগামী হিজরি নববর্ষ থেকে শুরু হতে যাওয়া নতুন ওমরাহ মৌসুম থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে একথা জানিয়েছে গালফ নিউজ।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানিয়েছেন, নতুন ইসলামিক বছর থেকে শুরু হতে যাওয়া ওমরাহ মৌসুমে মুসল্লিদের সংখ্যায় কোনো বাধানিষেধ থাকছে না। কারণ নির্ধারিত সংখ্যা সৌদি কর্তৃপক্ষের সামর্থ্য, সুরক্ষাবিধি ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশটির হজ, ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত বলেন, ওমরাহ পালনে মুসল্লিদের সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি করতে অনুমোদিত কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ইতোপূর্বে বিধি লঙ্ঘনের অপরাধে ওমরাহ সেবা প্রদানকারী কিছু কোম্পানির ওপর জরিমানা আরোপ ও সনদ বাতিলের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ‘বিধি লঙ্ঘনকারী অপারেটররা মুসল্লিদেরকে ওমরাহ পালনে কোনো ধরনের সেবা দিতে পারবে না এবং তাদেরকে মোটা অংকের জরিমানার আওতায় নিয়ে আসা হবে।’

এছাড়া করোনা মহামারি শুরুর পর থেকে ভিসার নিয়মভঙ্গের কারণে কয়েকশো ওমরাহ অপারেটরকে ২০০ কোটি সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: