করোনা বিধিনিষেধ অমান্য: নরওয়ের প্রধানমন্ত্রীকে পুলিশের জরিমানা

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ০২:৩১

ছবিঃ ইন্টারনেট

করোনাকালীন সামাজিক দূরত্ব না মেনে জন্মদিনের পার্টি করায় নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবের্গকে জরিমানা করেছে দেশটির পুলিশ।

দুইবারের প্রধানমন্ত্রীকে দুই হাজার ৩৫২ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকা) জরিমানা করা হয় বলে জানিয়েছেন পুলিশ প্রধান ওলে সায়েবেরাদ। খবর রয়টার্স।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পরিবারের ১৩ জন সদস্য নিয়ে পাহাড়ি রিসোর্টে প্রধানমন্ত্রী তার ৬০তম জন্মদিন উদযাপন করেছেন। করোনার প্রাদুর্ভাবের ফলে সে দেশে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ থাকায় তাকে জরিমানার মুখে পড়তে হয়। এ ঘটনায় নরওয়ের প্রধানমন্ত্রী ক্ষমাও চেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, সাধারণত এ ধরণের বিধিনিষেধ লংঘনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই জরিমানা করা হয় না। কিন্তু সোলবের্গ সংক্রমণ মোকাবেলায় বিধিনিষেধ দেওয়ার সরকারি পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন। তার বেলায় কোনো ছাড় দেওয়া ঠিক হতো না।

সামাজিক দূরত্বের বিধিনিষেধের প্রতি সাধারণ মানুষ যেন আস্থা রাখে তা নিশ্চিত করতেই এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত মাসের শেষভাগে ইউরোপের এ দেশটি বিধিনিষেধে আরো কঠোর করতে বাধ্য হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: