বিশ্বে করোনায় মৃত্যুর শীর্ষে ইন্দোনেশিয়া

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ১৯:২০

ছবি : ইন্টারনেট

মহামারি করোনা বিশ্বজুড়ে ভয়ানক আকার ধারণ করেছে। করোনার থাবায় নাজেহাল হয়ে পড়েছে বিশ্ব। এ প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে ভাইরাসে ফের বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৯৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪৭ হাজার ৯৭০ জন। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪০২ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯২ জনে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথা পাওয়া গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৯৬২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার ২৩৫ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জন মারা গেছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪০৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬২ হাজার ৮০০ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার ২৯১ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮৫ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: