অগ্নুৎপাতে দিশেহারা সেন্ট ভিনসেন্ট দ্বীপের মানুষ

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০৬:৫৭

ছবিঃ সংগৃহীত

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর এক আগ্নেয়গিরি থেকে ফের ভয়ংকরভাবে অগ্নুৎপাতের উদগীরণ শুরু হয়েছে। লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরি থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বীপটি এখন ধোঁয়া এবং ছাই দিয়ে ঢেকে গেছে। আকাশে অনেক দূর পর্যন্ত উঠে যায় ধোঁয়া।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ আগ্নেয়গিরির বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) লা সুফ্রিয়ের জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে লাভার উদগীরন আশপাশের এলাকায় ক্রমাগত ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় অন্ধকার নেমে আসছে আশপাশের এলাকা। এতে ভূপৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার ফুট উঁচু পর্যন্ত ধোঁয়া ছড়িয়েছে।

রেড জোন খ্যাত সেইন্ট ভিনসেন্টের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যেই অন্তত ১৬ হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। তবে এ ঘটনায় ওই দ্বীপটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ ১৯৭৯ সালের পর এটিই সেন্ট ভিনসেন্টে প্রথম আগ্নেয়গিরি বিস্ফোরণ। এর আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। সূত্র : বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন: