এক বছর নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২০:৩৫

ছবি : ইন্টারনেট

ইংল্যান্ড সফরে নিয়ম অমান্য করে ডারহামের সিটি সেন্টারে গিয়েছিলেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেলের বাইরে ধূমপান করতে যাওয়ার অপরাধে এবার শাস্তি পেলেন কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলা। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য এ ত্রয়ী ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। একই সঙ্গে তাদের এক কোটি রুপি করে জরিমানাও করেছে লঙ্কান বোর্ড।

বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে এসএলসি। মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা ঘরোয়া ক্রিকেটেও ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। 

সঙ্গে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা শাস্তি। আগামী দুই বছরের মধ্যে ফের নিয়ম ভাঙলে এই শাস্তি কার্যকর হবে। 

নিষেধাজ্ঞার সময়ে বোর্ডের নির্ধারিত চিকিৎসকদের কাছে নিয়মিত কাউন্সিলিং করতে হবে এই তিন ক্রিকেটারকে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারককে প্রধান করে গঠিত পাঁচ সদদ্যের তদন্ত কমিটি অবশ্য ওই তিন ক্রিকেটারকে আরও বড় শাস্তি দেওয়ার সুপারিশ করেছিল। 

 


আপনার মূল্যবান মতামত দিন: