লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ধনাঢ্য ব্যবসায়ী নাজিব মিকাতি। সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
নাজিব মিকাতি লেবাননের জাতীয় সংসদের ১১৮ সদস্যের মধ্যে ৭৩ সদস্যের ভোট লাভে সমর্থ হয়েছেন। সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাজিব মিকাতি নির্বাচিত হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।
এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। লেবাননে গত ৯ মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল।
নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ার পর আশা করা হচ্ছে তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন।
একদিন আগে তিনি লেবাননের সাবেক তিন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওরা ও তাম্মাম সালামের সমর্থন লাভ করেন।
তিনি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সমর্থনও পেয়েছেন। এ ছাড়া প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টি এবং আমাল মুভমেন্ট ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও পেয়েছেন তিনি।
নতুন প্রধানমন্ত্রীকে দেশের অর্থনৈতিক সংকট এবং ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্য সংকটের মোকাবিলা করতে হবে। খবর আল জাজিরার।
আপনার মূল্যবান মতামত দিন: