চলে গেলেন কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ০৩:৫১

ছবিঃ সংগৃহীত

আমেরিকার জনপ্রিয় কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।বার্ধক্যজনিত জটিলতায় দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্যাকি মাসোন। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

জ্যাকি মাসোন ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান। ১৯৮৬ সালে ‘ব্রডওয়ে’র টকশো ‘দ্য ওয়ান-ম্যান শো’র মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

উপস্থিত বুদ্ধি ও রসবোধের জন্য দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন মাসোন। তবে বেফাঁস মন্তব্য করে সমালোচনার শিকারও হয়েছিলেন তিনি।

একবার তিনি বলেছিলেন, আমেরিকার ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর সঙ্গে প্রতারণা করেন, বাকী ২০ শতাংশ করেন ইউরোপের পুরুষরা।মাসোনের এই মন্তব্য ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

‘দ্য সিম্পসন্স’-এর ‘ক্রাস্টি দ্য ক্লাউন’স ফাদার’ চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য টনি অ্যাওয়ার্ড ও এ্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন মাসোন।



আপনার মূল্যবান মতামত দিন: