তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ১৮:৪০

হিসেম মিসিসি-ফাইল ছবি

করোনা মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার জেরে সহিংস বিক্ষোভের পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এ ছাড়া তিনি সাময়িকভাবে স্থগিত করেছেন পার্লামেন্ট।

বিবিসি সংবাদে বলায় হয়, করোনা মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থায় তিউনিসিয়ার সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এই ক্ষোভ থেকে গতকাল রোববার তিউনিসিয়ার রাজপথে নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। দেশজুড়ে এই বিক্ষোভকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে লিপ্ত হন। সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ তাঁর বাসভবনে জরুরি নিরাপত্তা বৈঠক করেন। পরে তিনি টেলিভিশনে ভাষণ দেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্তের ঘোষণা দেন।

কায়েস বলেন, তিউনিসিয়ার সামাজিক স্থিতিশীলতা-শান্তি ফিরিয়ে আনা, দেশকে রক্ষা করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সহায়তায় কাজ করবেন। দেশে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান তিনি। একই সঙ্গে দেশটির পার্লামেন্ট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী থাকাকালে হিসেম গত সপ্তাহে তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। কিন্তু তারপরও জনরোষ কমেনি। এখন তাঁকেই বরখাস্ত হতে হলো।

হিসেমকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার খবর আসার পর গতকাল গভীর রাতে বিক্ষোভকারীরা উল্লাস প্রকাশ করেন।

এদিকে সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট কায়েস। ভবিষ্যতে সহিংসতা হলে তা সেনাবাহিনী দিয়ে মোকাবিলা করা হবে বলে সতর্ক করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: