টোকিও অলিম্পিকে এবার প্রথম স্বর্ণ জিতল চীন

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ০১:৪৬

ছবি: ইন্টারনেট

অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির মধ্যেই শুক্রবার টোকিও অলিম্পিকের উদ্বোধন হয়েছে। শনিবার প্রথম পদকের ঘোষণা হয়েছে। চীনের শুটার কিয়ান ইয়াং পেয়েছেন প্রথম স্বর্ণ পদক।

এনপিআরের খবরে বলা হয়েছে, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে স্বর্ণ পদক জিতেছেন চীনের এই শুটার। তবে এটা তার শুধু প্রথম স্বর্ণ জয়ই নয়, অলিম্পিকে রেকর্ডও গড়েছেন তিনি।

মাত্র ২১ বছর বয়সী কিয়ান ইয়াং পেয়েছেন ২৫১.৮ পয়েন্ট। অলিম্পিকের ফাইনালে এটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

রুপাজয়ী রাশিয়ান আনাস্তাসিয়া গালাশিনার করেছেন ২৫১.১ স্কোর। শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ শটে ৯.৮ স্কোর করেন কিয়ান। আর গালাশিনা স্কোর করেন ৮.৯।

বাছাই পর্বে কিয়ান হয়েছিলেন চতুর্থ, আর গালাশিনা হয়েছিলেন অষ্টম। দুজনই পদকের মঞ্চ থেকে বিজয়ীর হাসি হাসলেন।


এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন। তিনি পেয়েছেন ২৩০.৬ পয়েন্ট।

স্বর্ণ পদক জেতার পর কিয়ান বলেন, আমাকে যতই শান্ত মনে হয়, আসলে আমি ততটা নই। প্রতিযোগিতাজুড়েই আমি নিজেকে মানসিকভাবে ঠান্ডা রাখার চেষ্টা করেছি। নিজের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি।



আপনার মূল্যবান মতামত দিন: