ঈদের নামাজের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা (ভিডিও)

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ১৮:৫৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে একাধিক রকেট হামলা হয়েছে-ছবি সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে একাধিক রকেট হামলা হয়েছে। কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিও নামাজ পড়ছিলেন।

মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঈদের নামাজের সরাসরি সম্প্রচার করছিল। এ সময় রকেট হামলার শব্দ শোনা যায়।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।

ওই ভিডিও’তে দেখা যায়, একাধিক রকেট বিস্ফোরণ সত্ত্বেও প্রেসিডেন্ট আশরাফ গনি নামাজ পড়তে থাকেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান, রাজধানী কাবুলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় ঈদের ছুটি চলছিল।

তিনি বলেন, ‘আফগানিস্তানের শত্রুরা আজ কাবুলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের টিম এ বিষয়ে তদন্ত করছে।’

ঈদ নামাজের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা (ভিডিও)


আপনার মূল্যবান মতামত দিন: