ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ০০:২৪

ছবি : ইন্টারনেট

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (১৮ জুলাই) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, চারটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১১ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খিশত শহরে। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেশী ইরাকের দক্ষিণের শহর বসরাতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: