তালেবানদের হাত থেকে প্রাণ বাঁচাতে শরণার্থীরা গত দুই দিনে অন্তত ৩৪৭ আফগান প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন। এছাড়া সীমান্ত পার হওয়ার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তাজিকিস্তানের সীমান্ত রক্ষীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানদের হাত থেকে প্রাণ বাঁচাতে শরণার্থীরা আফগানিস্তান থেকে পালিয়ে এসেছে। সীমান্ত পার হওয়ার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বদখশান প্রদেশ থেকে ৬৪ ছেলে ও ১১৩ মেয়ের একটি দল তাদের গৃহপালিত পশু নিয়ে তাজিকিস্তানে প্রবেশ করেছে।
আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য চলে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি তালেবান যোদ্ধারা দেশটির অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। গত জুনে আফগানিস্তানের সর্ব উত্তরে তাজিকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত চৌকি শির খান বন্দর অবরোধ করে তালেবানরা।
গতকাল তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি স্পিন বলদাক দখল করে নেওয়ার দাবি করে।
যদিও আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সরকারি সৈন্যরা তালেবানদের আক্রমণ প্রতিহত করে সীমান্ত চৌকিটি নিয়ন্ত্রণ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: