নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ১৭:১৮

ছবিঃ সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট তাকে দু’দিনের মধ্যে শপথ নেয়ার নির্দেশ দেয়।

 

শের বাহাদুর দেউবা নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজ সোমবার নেপাল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ দেউবাকে দু’দিনের মধ্যে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছে। নেপালের সুপ্রিম কোর্টের কর্মকর্তা দেবেন্দ্র ধাকাল বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়ে বলেন, আদালতের আদেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে শের বাহাদুর দিউবাকে প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্ব নিতে হবে এবং আগামী সাত দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে।

 

এর আগে, দেউবাকে প্রধানমন্ত্রী করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে ১৪৯ জন সংসদ সদস্য একটি পিটিশন পাঠায়। সে পিটিশন খারিজ করে দেন রাষ্ট্রপতি। পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন সংসদ সদস্যরা। ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথম নেপালের প্রধানমন্ত্রী হন দেউবা।



আপনার মূল্যবান মতামত দিন: