মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালে বাংলাদেশি কিশোয়ার

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০৮:৫৮

ছবি: ইন্টারনেট

রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বে আজ লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক কিশোয়ার চৌধুরী।

মজার মজার দেশীয় খাবার রান্না করে তাক লাগিয়েছেন তিনি। চিরাচরিত বাঙালি খাবার বিশ্ব দরবারে তুলে ধরেছেন কিশোয়ার। খিচুড়ি, বেগুন ভর্তা, আমের টক, খাসির রেজালা, ফুচকা, চটপটি এমনকি মিষ্টি পান। চিরাচরিত বাঙালি খাবারগুলো মাস্টারশেফ প্রতিযোগিতায় ভিন্নরূপে তুলে ধরেছেন কিশোয়ার চৌধুরী।

প্রতি ধাপেই মজাদার সব খাবার রান্না করে বিচারকদের মন জয় করে নেন কিশোয়ার। সেমি ফাইনাল রাউন্ডের তুমুল প্রতিযোগিতামূলক 'সার্ভিস চ্যালেঞ্জ' জিতে ফাইনালে নিজের অবস্থান নিশ্চিত করেন। মিষ্টি পানকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে বাজিমাত করেন কিশোয়ার।

মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চোধুরীর জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। কিন্তু মনেপ্রাণে ভালোবাসেন বাংলাদেশি খাবার। ভবিষ্যতে বাংলাদেশি খাবার নিয়ে রান্নার বই লেখতে চান কিশোয়ার। আজ ও কাল হবে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের গ্র্যান্ড ফিনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্বাচিত হবেন সেরা প্রতিযোগী।



আপনার মূল্যবান মতামত দিন: