ভারতে বজ্রাপাতে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রোববার এ ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের।
বজ্রাপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়েছে। আর মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে সাতজনের।
রাজস্থানে বজ্রাপাতে মৃত্যু হয়েছে ২০ জনের। নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। রাজ্যটিতে ২০ জনের মৃত্যুর পাশাপাশি ১০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
উত্তরপ্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাতে রাজধানী প্রয়াগরাজে ১৪ জনের মৃত্যু হয়েছে বজ্রাপাতে। এছাড়া কানপুর দেহাত এবং ফতেহপুরে পাঁচজন করে। কৌশাম্বিতে চারজন, ফিরোজাবাদে তিনজন এবং উন্নাও, হামিরপুর এবং সোনভদ্রায় একজন করে মৃত্যু হয়েছে। কানপুর নগরে দুজন এবং প্রতাপগড় হারদোই এবং মির্জাপুরে একজন করে মৃত্যু হয়েছে।
বজ্রাপাতে হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বজ্রাপাতে রাজস্থানের বিভিন্ন স্থানে ২০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ১০ জনের বেশি মানুষ। জয়পুরে নিহত হয়েছে ১১ জন। এছাড়া ঢোলপুরে তিনজন, কোটায় চারজন এবং ঝালাওয়ার এবং বারানে একজন করে মৃত্যু হয়েছে।
হতাহতের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজস্থান সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী অশোক গেহলট মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
এদিকে মধ্যপ্রদেশেও বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শেওপুর জেলা এবং দুইজন গোয়ালিয়র জেলার বাসিন্দা। এছাড়া শিবপুরি, আনুপ্পুরা এবং বেতুল জেলায় একজন করে মানুষের মৃত্যু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: