চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ইয়েমেনিরা লড়াই চালিয়ে যাবে: ইরানি রাষ্ট্রদূত

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০১:২৮

ছবি: ইন্টারনেট

ইয়েমেনের সানাায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলু বলেছেন, আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধকামী ইয়েমেনি যোদ্ধারা তাদের লড়াই চালিয়ে যাবে।

রাষ্ট্রদুত হাসান ইরলু তার টুইটার বার্তায় 'ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ নয়' হ্যাশ ট্যাাগ দিয়ে ইয়েমেনিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব গত ২ হাজার ৩০০ দিন ধরে ইয়েমেনি নারী, শিশু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বর্বরোচিত বোমা হামলা চালিয়ে আসছে। কিন্তু আগ্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত মজলুম ইয়েমেনি জাতি এবং সাহসি প্রতিরোধকামী যোদ্ধারা তাদের লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। ইয়েমেনিরা এই আগ্রাসনের জন্য আমেরিকাকেও দায়ী বলে মনে করে।



আপনার মূল্যবান মতামত দিন: