সিরিয়ায় সহায়তার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | ৯ জুলাই ২০২১, ২৩:১৫

ছবি: ইন্টারনেট

সিরিয়ায় আন্তঃসীমান্ত ত্রাণ সহায়তা অনুমোদনের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর জন্য রাশিয়া নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশের কাছে বৃহস্পতিবার একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। জাতিসংঘ এবং কূটনীতিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সূত্র জানায়, এক্ষেত্রে এক বছরের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়ে অ্যায়ারল্যান্ড ও নরওয়ের দেয়া খসড়া প্রস্তাবের পর রাশিয়ার প্রস্তাব আলোচনার টেবিলে জমা হয়। পরে, সম্ভাব্য ‘মেয়াদ বাড়ানোর’পরামর্শ দেয়া হয়।

রাশিয়া এ খসড়া প্রস্তাবের ওপর শুক্রবার ভোটাভূটির অনুরোধ জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: