কারাগারে গেলেন জুমা

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২১, ২০:১৭

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকোব জুমা-ফাইল ছবি

আদালত অবমাননার দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকোব জুমাকে কারাগারে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টের কারাদণ্ড হলো। ৭৯ বছর বয়সী জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তাঁর জন্মস্থান কাওয়াজুলু-নাতাল প্রদেশে এসটকোর্ট কারেকশনাল সেন্টারে কারাজীবন শুরু করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে তাঁর কারাজীবন শুরু হয়েছে।

জুমার মেয়ে ডুডু জুমা সামবুডলা টুইটের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, ‘তাঁর বাবার মনোবল এখনো দৃঢ়। তাঁর বাবাকে মেয়ে স্যালুট জানিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে দুর্নীতির তদন্তে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাঁকে গত মঙ্গলবার এ কারাদণ্ড দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে পাঁচ দিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়।

কারাগারের আদেশের পরে জুমা বলেন, মহামারির সময়ে এই বয়সে তাঁকে কারাদণ্ড দেওয়ার অর্থ মৃত্যুদণ্ড।

ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্ত করছিলেন দেশটির উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো। গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য জুমাকে তলব করা হলেও তিনি হাজির হননি। এ কারণে তিনি আদালত অবমাননার দায়ে দণ্ডিত হন।

২০১৮ সালে জুমার প্রায় ৯ বছরের শাসনামলের অবসান ঘটে। তিনি দাবি করে আসছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।



আপনার মূল্যবান মতামত দিন: