নেদারল্যান্ডসের খ্যাতিমান সাংবাদিক পিটারকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | ৮ জুলাই ২০২১, ০৭:০২

ছবি: ইন্টারনেট

নেদারল্যান্ডসের খ্যাতিমান অপরাধবিষয়ক সাংবাদিক পিটার আর ডে ভ্রাইসেকে গুলি করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। খবর রয়টার্সের।

টক শো শেষ করে বাড়ি ফেরার সময় আমস্টারডামের রাস্তায় পিটারকে গুলি করা হয়। জানা গেছে, পিটারকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালানো হয়।

রয়টার্সের খবরে বলা হয়, পিটার আর ডে ভ্রাইসে আন্ডার ওয়ার্ল্ডের অপরাধ উন্মোচনে কাজ করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

এ ঘটনায় সম্ভাব্য শ্যুটারসহ তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তারা কোনও বিবরণ দিতে অস্বীকৃতি জানায়।

একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেছেন, ‘তিনি (পিটার আর ডে ভ্রাইসে) গুরুতর আহত হয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন।’

‘পিটার আমাদের সবার কাছে জাতীয় নায়ক। এক বিরল ও সাহসী সাংবাদিক যিনি অক্লান্তভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন,’ বলেন মেয়র।


উল্লেখ, ৬৪ বছর বয়সী পিটার সাংবাদিক মহলে কালো ঘোড়া হিসেবে পরিচিত ছিলেন। ভয় বলে কোনও বিষয়ই তাঁর ছিল না। দীর্ঘ পেশাজীবনে বহু গুরুত্বপূর্ণ অপরাধ বিষয়ক প্রতিবেদন তৈরি করেছেন তিনি। যার জন্য তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

পিটার টিভিতে নেদারল্যান্ডসের বড় বড় অপরাধীদের নিয়ে একটি অনুষ্ঠান করতেন। এ রকম বিভিন্ন কারণে পিটারের জীবনের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়। যদিও বিষয়টিকে কখনোই বিশেষ গুরুত্ব দেননি পিটার।



আপনার মূল্যবান মতামত দিন: