বাসভবনে হামলা চালিয়ে হাইতির প্রেসিডেন্টকে হত্যা

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২১, ০১:০০

ছবি: ইন্টারনেট

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোরসে একটি হামলায় নিহত হয়েছেন। তার ব্যক্তিগত বাসভবনে এই হামলা চালানো হয়। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে যোসেফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিবিসি অনলাইনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ক্লদে যোসেফ বলেছেন, রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে স্থানীয় সময় রাত একটার দিকে অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা হামলা চালায়।

জানা গেছে, এই হামলায় ফার্স্ট লেডি আহত হয়েছেন।

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রের কার্যক্রম যাতে থেমে না থাকে সেজন্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: