আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বাদাখশান ও বাঘলানে প্রদেশে নানা স্থানে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
বাদাখশান পুলিশের সূত্র জানায়, ফায়জাবাদ শহরের উপকণ্ঠে ইয়াফতাল-ই-বালা এলাকার চারটি নিরাপত্তাচৌকিতে বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনী এবং গণপ্রতিরোধ বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে গেছে তালেবান।
অপরদিকে, বাঘলান প্রদেশে তালেবানের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে তালেবানের চার সদস্য।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: