মিয়ানমারের সামরিক বাহিনীকে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
দেশটির বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার পরদিন এ আহ্বান জানাল জাতিসংঘ।
বৃহস্পতিবার জাতিসংঘের মুখপাত্র এরি কানেকোর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে। রাজনৈতিক নেতাদের বন্দী করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: