যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধস, মৃত্যু ১ নিখোঁজ ৯৯

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২১, ২০:৫৭

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিয়ামি পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে দক্ষিণ ফ্লোরিডা শহরের সার্ফসাইডে মিয়ামি বিচের পাশে ১২তলা ভবনটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন কাভা জানান, ভবনটিতে ১০২ জন মানুষ ছিল। এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছেন। ভবনটি ধসের সময় তার ভেতরে ঠিক কতজন ছিলেন তা এখনও জানা যায়নি।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সার্ফসাইডের কমিশনার টার্লস কেসল্ বলেন, আংশিক ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও মানুষকে উদ্ধার করার আশা করছেন তারা।

ভবন ধসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি ফ্লোরিডার জনগণকে বলতে চাই, তাদের যা সাহায্য প্রয়োজন, সরকার তা দেবে। আমরা অপেক্ষায় আছি। সাহায্য চাইলেই আমরা সেখানে যাব।’

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন অংশের ১২ তলা ভবনের মাঝের অংশ হঠাৎ ধসে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি টাওয়ার সদৃশের একটি ধসে পড়ে মাটিতে মিশে যায়।

১৯৮১ সালে নির্মিত ভবনটির ১৩০টি অ্যাপার্টমেন্ট ব্লকের অর্ধেকই গায়েব হয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: