নিজেদের তৈরি ভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ১৫ জুন ২০২১, ০৯:২৫

ছবিঃ ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পরে কোভিড ভ্যাক্সিন আমদানি করতে পারছে না ইরান। ফলে ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি। এই নিষেধাজ্ঞার মাঝেই নিজেদের তৈরি কোভিডের একটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ইরান। এতে করে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

মহামারি করোনার প্রকোপ শুরুর সময় থেকেই ক্ষতিগ্রস্ত দেশের একটি ছিল ইরান। করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান এখনো সবচেয়ে বিপর্যস্ত। বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হলেও নিষেধাজ্ঞার কারণে দেশটিতে টিকা দেওয়া শুরু করতে পারেনি সরকার। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য টিকা ভিত্তিক রাজনীতিতে আটকা পরেছিল ইরান। এমন অবস্থায় নিজেদের তৈরি ভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দিল ইরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ‘গত রোববার ইরানের তৈরি কোভিড টিকা ‘কোভ-ইরানব্লেসিং’ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। টিকাটি তৈরি করেছে ইরানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড। মূলত মৃত ভাইরাসের মাধ্যমে এই টিকা তৈরি করা হয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া এই টিকার ট্রায়ালে দেখা গেছে যে, টিকা করোনায় কার্যকর ও নিরাপদ।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কিউবার সঙ্গে যৌথভাবে আরও একটি টিকা নিয়ে কাজ করছে ইরান। খুব দ্রুত সময়ের মধ্যে ওই টিকাও ইরানের টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আমদানি করতে পারছে না তারা। তাই নিজেদের উদ্ভাবিত টিকা দিয়ে করোনার বিরুদ্ধে লড়বে তারা। আর এজন্যই দেশটি স্থানীয়ভাবে কার্যকরী টিকা তৈরি করতে চেষ্টা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সেতাদ জানিয়েছে, তাদের কোম্পানি শিফা ফার্মড মাসে এক কোটি বিশ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা সব দেশে বিতরণের জন্য যে কোভ্যাক্স কর্মসূচি নিয়েছে, ইরান তাতে যোগ দিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: