নাইজেরিয়ায় গ্রামে গ্রামে হামলা: ডাকাতের গুলিতে নিহত ৫৩

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ১৯:১৯

ডাকাত-প্রতীকী ছবি

উত্তর–পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যে ছয়টি গ্রামে সশস্ত্র ডাকাত দলের গুলিতে ৫৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এ তথ্য জানায়।

দেশটির পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার মোটরসাইকেল আরোহী একদল ডাকাত জুরমি জেলায় ছয়টি গ্রামে হামলা চালায়। মাঠে কর্মরত কৃষকদের তারা গুলি করে। খবর: বার্তা সংস্থা এএফপির,

প্রতিবেদনে এ তথ্য অনুযায়ী হয়জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, শুক্রবার ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওতে নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় অধিবাসীরা বলেন, আরও ৩৯টি লাশ উদ্ধার করে পামের দাওরান শহরে কবর দেওয়া হয়েছে।

এদিকে নাইজেরিয়ায় অপহরণকারীর সংখ্যাও বেড়ে গেছে। অপহরণকারীরা গ্রাম থেকে গবাদিপশু চুরি করার পাশাপাশি মানুষও তুলে নিয়ে যায়। এ ছাড়া ঘরবাড়ি লুট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটায়। গত ডিসেম্বর থেকে সেখানে ৮৫০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে মুক্তিপণ দেওয়ার পর তাঁদের ছাড়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: