চীনে ট্রেন দুর্ঘটনায় ৯ শ্রমিকের মৃত্যু

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২১, ২৩:৪১

শুক্রবার সকালে চীনের গানসু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯জন শ্রমিক মারা যান-ছবি: সংগৃহীত

চীনে ট্রেন দুর্ঘটনায় ৯ জন শ্রমিক মারা গেছেন। শুক্রবার সকালে চীনের গানসু প্রদেশে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটি স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে। এটি উরুমকি থেকে হাঙজুতে যাচ্ছিল। খবর বিবিসির।

খবরে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।

গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, শ্রমিকরা রেললাইন সংস্কারের কাজ করছিল। এ সময় ট্রেন দুর্ঘটনা ঘটে। তবে, ট্রেনের চালকদের এ সম্পর্কে জানা ছিল কি না, সে বিষয়ে ওই প্রতিবেদনে কিছু বলা হয়নি।

তবে চীনের নেটিজেনরা দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশটির মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একজন লিখেছেন, যদি কর্মীরা সেখানে মেরামত কাজ করতে থাকেন তাহলে বিষয়টি রেলচালকের তা জানার কথা ছিলো। এটা কীভাবে ঘটতে পারে? যেখানে নয়টি প্রাণহানি হলো!

এ ঘটনায় জবাবদিহিতা দাবি করে অন্য আরেকজন বলেন, “এজন্য দায়ী কে? তিনি কী করছিলেন?”



আপনার মূল্যবান মতামত দিন: