মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ৪৩ শিশু নিহত

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ২০:৫৯

ফাইল ছবি

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন। জান্তা বাহিনীর দমন-পীড়নের মধ্যেই মিয়ানমারজুড়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ।

সামরিক অভিযান শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৩ জন নিহত শিশুর মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুর বয়স মাত্র সাত বছর। সামরিক অভিযানের কারণে দেশটিতে শিশুদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে। শিশুরা সহিংসতা ও ভয়াবহতা দেখে চরমভাবে আতঙ্ক আর মানসিক চাপে পড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন: