ট্রাম্পের অডিও-ভিডিও কনটেন্ট ফেসবুকে নিষিদ্ধ

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০৮:১১

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বর–সংবলিত অডিও, ভিডিও কনটেন্ট ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা্র সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।  

সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও চিত্র সরিয়ে ফেলেছে ফেসবুক। ওই ভিডিও চিত্রটি ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। তবে ফেসবুক বলেছে, ট্রাম্পের কণ্ঠস্বর–সংবলিত কনটেন্ট (অডিও, ভিডিও) ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করে ফেসবুক। ওই সময় তাঁর বিরুদ্ধে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল।

ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের স্ত্রী লারা ট্রাম্প নিজের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাম্পের নেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারের কিছু অংশ তিনি পোস্ট করেছিলেন। তাতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ভিডিও চিত্রটি সরিয়ে ফেলার পর ফেসবুক কর্তৃপক্ষ লারা ট্রাম্পকে একটি ই-মেইল করে। সেই মেইলের একটি স্ক্রিনশট পরে ফেসবুকেই পোস্ট করেন লারা।

তাতে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং তাঁর কণ্ঠস্বর–সংবলিত কনটেন্ট ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে এবং এ কারণে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: