যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ফিলিস্তিনের গাজায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে খাদ্য ও পুষ্টিজনিত কারণে নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, উত্তর গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। খাবারের অভাবে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। ধ্বংস করে দেয়া হচ্ছে হাসপাতালগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ১৫ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ১২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলতি সংঘাতে ভূখণ্ডটিতে হত্যার শিকার হয়েছে সাড়ে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: