গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'ইতিবাচক' সাড়া দিয়েছে হামাস : কাতার

আন্তর্জাতিক ডেস্ক | ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৩৩

সংগৃহীত ছবি

কাতার জানিয়েছে, গাজার ইসরাইলের সাথে প্রস্তাবিত যুদ্ধবিরতির ব্যাপরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 'সাধারণভাবে ইতিবাচক' সাড়া দিয়েছে। তবে তারা একইসাথে গাজা ইসরাইলি হামলা স্থায়ীভাবে বন্ধ করার আগের দাবি আবারো তুলেছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্ততাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি।

তিনি বলেন, বিস্তারিত তথ্য না দিয়েই বলেন, প্রস্তাবটির ব্যাপারে হামাসের প্রতিক্রিয়া 'সাধারণভাবে ইতিবাচক।'

ব্লিনকেন বলেন, হামাস যে প্রস্তাবটিতে সাড়া দিয়েছে সেটি প্রস্তুত করেছে কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র। আর ইসরাইলি কর্মকর্তাদের প্রস্তাবটির ব্যাপারে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্য সফররত ব্লিনকেন বলেন, তিনি বুধবার ইসরাইল সফর করার সময় এ নিয়ে ইসরাইলি কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

দোহায় তিনি সাংবাদিকদের বলেন যে একটি চুক্তি 'অত্যাবশ্যক।'

হামাস এক বিবৃতিতে জানায়, তাদের নেতারা 'ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি চুক্তিটি' পর্যালোচনা করেছে। এর মধ্যে ত্রাণ ও আশ্রয় নিশ্চিতকরণ, পুনর্গঠন, ১৭ বছরের ভয়াবহ অবরোধ প্রত্যাহার, 'বন্দী বিনিময়' প্রক্রিয়া সম্পন্ন করার মতো বিষয়গুলো বিস্তারিতভাবে রয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য একটি যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও মিসরের সাথে কাজ করছে কাতার।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি বলেছেন, আলোচনায় মধ্যস্ততকারীরা অনেক চ্যালেঞ্জের সামনে পড়ছেন। তিনি বলেন, আমরা আশাবাদী, এটি আলোর মুখ দেখবে।

হামাস ইতোপূর্বে জোরালোবে বলেছে, যেকোনো চুক্তিতে অবশ্যই যুদ্ধ সুনির্দিষ্টভাবে বন্ধ হতে হবে। কিন্তু ইসরাইল বলেছে, হামাসকে ধ্বংস করা ছাড়া তারা যুদ্ধ থামাবে না।



আপনার মূল্যবান মতামত দিন: