এবার মার্কিন যুদ্ধজাহাজে হুতির রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৪, ১৫:৩৮

এডেন উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়েছে। ফাইল ছবি

এডেন উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি জনগোষ্ঠী। গতকাল রোববার এডেন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লেভিস বি. পুলারে রকেট হামলা চালায় হুতিরা। সোমবার এক বিবৃতিতে গোষ্ঠিটি এই দাবি করে। তবে এতে কতজন হতাহত হয়েছে, তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এডেন উপসাগরের কোথায় এই হামলা হয়েছে, তা ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী জানায়নি। এই যুদ্ধজাহাজ মার্কিন নৌবাহিনীতে লজিস্টিক সাপোর্ট দিতো। হুতিরা বলছে, গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদস্বরুপ এই হামলা করা হয়েছে।

তবে নিজেদের কোনো যুদ্ধজাহাজে হামলা হয়েছে কিনা, তা নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন।

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। গতকাল জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় দেশটির তিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

রোববার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর–পূর্বাঞ্চলের ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে জর্ডানের দাবি, তাদের ভূখণ্ডে হামলা হয়নি। হামলা হয়েছে সিরিয়ার ভেতর।

এ হামলার ঘটনায় কড়া হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার জন্য তিনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: