৮০০ দিনার বেতন হলেই পারিবারিক ভিসা দিচ্ছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ জানুয়ারী ২০২৪, ০৯:৪৭

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারিবারিক ভিসা দেয়ার নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে, যা কার্যকর হবে আগামী রবিবার (২৮ জানুয়ারি) থেকে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহদ আল ইউসুফের নির্দেশনায় ভিসার নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে যেসব প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে নিয়ে যেতে চান তাদের আরও কঠোরতার মধ্য দিয়ে যেতে হবে।

নতুন নিয়মে যে প্রবাসী পারিবারিক ভিসায় পরিবারের সদস্যদের নিয়ে যেতে চান তাদের মাসিক আয় কমপক্ষে ৮০০ দিনার (২ লাখ ৮৫ হাজার টাকা) হতে হবে। এছাড়াও ভিসা আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে এবং চাকরি অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সমান হতে হবে।

কুয়েতের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষই প্রবাসী। প্রতি বছর দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের জন্য পাড়ি জমান। সেখানে ভিসা দেয়ার নিয়মে এমন পরিবর্তন আনার প্রধান কারণ কুয়েত চায় তাদের শিক্ষিত এবং দক্ষ প্রবাসীরা প্রবেশ করুক।


আপনার মূল্যবান মতামত দিন: