তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারো চীনের যুদ্ধবিমান

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ১৯:০৩

ছবি: ইন্টারনেট

চীন ও তাইওয়ানের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারও প্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। এ নিয়ে চলতি মাসে কমপক্ষে ১৫ বার এমন ঘটনা ঘটল।

সংবাদ মাধ্যম এনআইএ এর বরাতে জানা যায়, রবিবার তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’-এ ঢুকে পড়ে চীনের দুটি যুদ্ধবিমান। এর মধ্যে একটি হচ্ছে সাবমেরিন শিকারি ‘শানসি ওয়াই-৮’ বিমান। এই বিমানগুলোতে অত্যন্ত আধুনিক রাডার রয়েছে যার ফলে এরা সহজেই প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম হয়। এছাড়া একাধিক মিসাইল ও বোমা নিয়ে ডুবোজাহাজ ধ্বংস করে বিপক্ষের নৌসেনাকে বেকায়দায় ফেলে দিতে পারে এই বিমানগুলো।

তাইওয়ানের সামরিক ঘাঁটি ও সরঞ্জামই চীনের নিশানা ছিল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সব মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: