ছয়-সাতবার বাস্তুচ্যুত হয়েছে গাজাবাসী: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ৫ জানুয়ারী ২০২৪, ১৫:৫২

ছয়-সাতবার বাস্তুচ্যুত হয়েছে গাজাবাসী: জাতিসংঘ

গাজার বর্তমান বিধ্বংসী পরিস্থিতিতে বেসামরিকদের কাছে পর্যাপ্ত খাবার ও পানীয় জল নেই। সামান্য চিকিৎসা সরবরাহ দিয়ে চরম বিপর্যস্ত এলাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

জাতিসংঘের কর্মীরা তাদের সাহায্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর গাজা দলের নেতা জেমা কনেল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বলেছেন, তিনি গত মাসে ছিটমহল জুড়ে উচ্চমাত্রার ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছেন। দক্ষিণ গাজার বাসিন্দারা ‘একবার নয়, দুবার নয়, ছয় বা সাতবার বাস্তুচ্যুত হয়েছে’ বলে উল্লেখ করেন তিনি। কনেল উত্তর গাজার বাসিন্দাদের হতাশার বর্ণনাও দিয়েছেন।

জাতিসংঘের সাহায্যকর্মী গাজার যন্ত্রণাদায়ক পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়ে আরও বলেছেন, গাজার সর্বত্রই দুর্ভোগ বিরাজ করছে এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য কোনো জায়গাই নিরাপদ নয়।

তিনি আরও বলেন, ‘আমি আমার মানবিক কর্মজীবনে কখনই দুঃখ, হতাশা এবং বঞ্চনার এমন তীব্র মাত্রা দেখিনি। গাজাবাসীরা অনেক কষ্ট পাচ্ছে।’


আপনার মূল্যবান মতামত দিন: