ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ২০:৫৯

ছবি: ইন্টারনেট

ইতালির উত্তরাঞ্চলে মত্তারনে পর্বতে ওঠার সময় তার ছিঁড়ে একটি ক্যাবল কার মাটিতে পড়ে গেলে এতে ১৪ জন নিহত হয়। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনায় ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। 

ব্রিটিশ  সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্ট্রেসা শহর থেকে ওই পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সেই জায়গাটি ঘন জঙ্গলে আচ্ছাদিত। তার ছিঁড়ে ৯৮৪ ফুট উঁচু থেকে ক্যাবল কারটি আছড়ে পড়ে।একটি গাছের পাশে পড়ে আছে ওই কারটি।

নিহতদের মধ্যে পাঁচজন ইসরায়েলি নাগরিক বলে দাবি দেশটির। নিহতদের বেশিরভাগই মারা গেছে দুর্ঘটনাস্থলে।

দুর্ঘটনাস্থল থেকে বিমানের মাধ্যমে গুরুতর আহত দুই শিশুকে তুরিনের হাসপাতালে নেয়া হয়। কিন্তু, চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে ৯ বছরের একটি শিশু। চিকিৎসকরা অন্য শিশুটিকে বাঁচাতে অস্ত্রপাচার করছেন। তারা দুজনই ইসরায়েলি নাগরিক।

সম্প্রতি লকডাউন প্রত্যাহার এবং করোনা বিধিমালা শিথিল করা পুনরায় চালু হয়েছে দেশটির পর্যটন কেন্দ্রগুলো।



আপনার মূল্যবান মতামত দিন: